আমি নিজে পেশাগতভাবে Career Advisor হওয়ার সুবাদে বহু রকম জীবিকা সম্বন্ধে regular research করি, খোঁজখবর রাখি । তবে আজ যেটা দেখলাম, কোনো দ্বিধা ছাড়াই বলতে পারি, যে সেটা hands down, আমার দেখা সবচেয়ে “unique” professional training গুলোর মধ্যে অন্যতম – basically, আজ আমি একদম চমৎকৃত হয়ে গিয়েছি।
Babysitting প্রফেশনটার কথা তো সকলেই নিশ্চই জানেন । পাশ্চাত্য দেশগুলোতে এটা খুবই জনপ্রিয় পেশা – বিশেষ করে হাইস্কুল বা কলেজ-ইউনিভার্সিটির ছাত্রীরা এর মাধ্যমে হাতখরচ জোগাড় করে আসছে বহুকাল ধরেই । তবে বিদেশের ধনী পরিবারগুলো বহু ক্ষেত্রেই বাচ্চাদের দেখাশোনার জন্য বাড়িতে full-time employee হিসেবে এদেরকে নিয়োগ করে – এদের fancy নাম au pair । ব্রিটেনে অবশ্য au pair বা babysitter-এর চেয়ে যে term টা বেশি ব্যবহৃত হয়, সেটা হচ্ছে ‘nanny’ ।
Anyway, আট বছর career advisor হিসেবে কাজ করার পর আজ জানলাম যে ব্রিটেনে একটি অত্যন্ত elite ট্রেনিং কলেজ রয়েছে – নাম তার Norland College, যারা নাকি বিশ্বের সবচেয়ে নিখুঁত, সবচেয়ে efficient, এবং সবচেয়ে exclusive ন্যানিদের তৈরী করে । এইসব ন্যানিরা বাচ্চাদের দেখাশোনাতেই যে শুধুমাত্র দক্ষ, তা নয় – এরা প্রায় top chefদের স্টাইলে রান্নাবান্নার ট্রেনিং পায়, embroidery থেকে শুরু করে আরো নানা গৃহস্থালির ব্যাপারে top notch কাজ শেখে, aaaaaaaaannnnnnnnd…. wait for it, বাচ্চা কোলে নিয়ে কিভাবে মারপিট করতে হয় সেটার ট্রেনিংও পায় – মানে কেউ এসে তাদের কোল থেকে বা তাদের তত্ত্বাবধানে থাকা বাচ্চার stroller (aka perambulator or pram) থেকে বাচ্চা ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে যাতে না পারে – সেজন্য মার্শাল আর্ট ট্রেনিং আর কি ! In addition to that, they learn some pretty “edgy” driving skills – সেটা probably গাড়ি নিয়ে বাচ্চা-চোরেরা পেছনে ধাওয়া করলে কিভাবে Jason Statham-এর স্টাইলে ড্রাইভ করে পালাতে হবে তার জন্য জরুরি (যারা যারা Jason Statham-এর referenceটা ঠিক ধরতে পারলেন না, তারা অবশ্যই Transporter trilogyটা সময় করে এবার দেখে ফেলুন)।
এতটা পড়ে নিশ্চই ভাবছেন যে এতকিছু শেখাতে এই elite college দক্ষিণা কিরকম নেয়? Well…. 129 বছরের পুরোনো ঐতিহ্যবাহী এই Norland কলেজের তিন বছরের কোর্সের ফী মোটেই মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে পড়েনা – কারণ, সেটা প্রায় বার্ষিক পনেরো হাজার তিনশো পাউন্ড মতো – টাকার হিসেবে যেটা কিনা সাড়ে পনেরো লক্ষ টাকার চেয়েও খানিকটা বেশী… অর্থাৎ, তিন বছরে দিতে হয় সর্বমোট প্রায় সাড়ে সাতচল্লিশ লক্ষ টাকা!!!
এই কোর্স ফী দেখে কেউ অজ্ঞান হয়ে যাবেন না । কারণ পাশ করার পর এখানকার ন্যানিরা চাকরি পায় ব্রিটেনের তথা সমগ্র ইউরোপের সবচেয়ে ধনী পরিবারগুলোতেই – এবং সাম্প্রতিক কালে, Norland graduateদের মধ্যে সবচেয়ে কম মাইনে পাওয়া ন্যানিরাও বছরে প্রায় ঊনত্রিশ হাজার পাউন্ড রোজগার করেছে । আর যারা ব্রিটেনের ultra-rich familyগুলোতে employed হয়, তাদের salary? তারা, on average, বছরে প্রায় একশো তেইশ হাজার পাউন্ড salary পেয়ে থাকে — ভারতীয় টাকায় যা কিনা এক কোটি ছাব্বিশ লাখেরও বেশি !!! তার সঙ্গে থাকা-খাওয়া ফ্রি, এবং employer-এর পরিবারের সঙ্গে সর্বত্র ঘোরাফেরা, which includes বিদেশে বেড়াতে যাওয়া, হোটেলে থাকা-খাওয়া ইত্যাদি সব যোগ হয় ।
ছোট্ট করে বলে রাখি – ব্রিটেনের রাজপরিবার (এবং ইউরোপের অন্যান্য রাজপরিবারগুলিও) তাদের বাচ্চাদের দেখাশোনার জন্য এই নরল্যান্ড কলেজ থেকে পাশ করা ন্যানিদেরই নিযুক্ত করে থাকে । মেরি পপিন্স এবং জেমস বন্ড-এর skills গুলোর মিশ্রণে তৈরী এইসব “ninja” ন্যানিদের জন্য বছরে হেসেখেলে দুকোটি টাকা খরচ করতে এরা দুবারও ভাবে না ।
BTW, বাস্তবের এইসব ‘জেমস বন্ড’ মার্কা ন্যানিদের নিয়ে একটা Netflix series হলে কিন্তু মন্দ হয় না ! জাস্ট ভাবুন একবার – ডেঞ্জারাস ক্রিমিনালরা ফুটফুটে বাচ্চাদের কিডন্যাপ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর এই ninja ন্যানিরা বাচ্চা কোলে নিয়েই সেইসব ক্রিমিনালগুলোকে পিটিয়ে পাটপাট করে দিচ্ছে – আমি তো 100% সেই showটা দেখবো। আপনারা কী বলেন?