ব্লগারদিদি

December 30, 2024

শিশুশিক্ষা নিয়ে কিছু চিন্তা

Share This Post

ফেসবুকে একটা পোস্টে একটি দুবছর বয়সী বাচ্চাকে পড়তে বসানো নিয়ে কিছু বিতর্ক / মতানৈক্য ইত্যাদি হয়েছে। যিনি পোস্ট করেছিলেন, তিনি দুটি আলাদা পোস্ট দিয়েছিলেন – দুটোতেই আমি কমেন্ট করার আগে দেখলাম কমেন্ট অফ হয়ে গিয়েছে, তাই ভাবলাম এটা আলাদা করে লিখি। আশা করি শুধু তিনি নয়, অন্যান্য বাচ্চাদের মায়েরাও আমার এই suggestion থেকে উপকৃত হবে।

আমার দুই ছেলে – বয়স ১১ এবং ৯। গোড়াতেই বলি, ওদের যখন তোমার বাচ্চার মতো বয়স ছিল, আমারও মাঝে মাঝে panicked লাগতো (কাজেই, আমি তোমার প্যানিকটা বুঝেছি, এবং তোমাকে judge করছিনা একেবারেই)। কিন্তু আমার কত্তামশাই IITian (অর্থাৎ কিনা আমার চেয়ে academically অনেক বেশি bright), এবং honestly, ওর বাস্তবধর্মী চিন্তাভাবনা ভীষণ sharp… যাইহোক, সে আমাকে মাথা ঠান্ডা করে বুঝিয়েছিল যে ছেলেদের ধরে-বেঁধে আমি যেন একদম পড়াতে না বসাই। এখানে প্লিজ কেউ ভাবতে শুরু করো না যে বর IITian বলে আমি brag করছি – সেটা কিন্তু একেবারেই নয়… আশা করি কেন IIT-র কথাটা তুলেছি তোমরা সবাই সেই context টা বুঝবে। মোদ্দা কথা হলো, দুই ছেলের কাউকেই ওই বয়সে আমরা (আমি এবং আমার হাসব্যান্ড) একেবারেই পড়তে বসাই নি ।

যেটা করেছি, এবং করে ভীষণ লাভ হয়েছে, সেটা হচ্ছে starfall.com বলে একটা ওয়েবসাইটের yearly membership কেনা – এই ওয়েবসাইটটা হচ্ছে ভীষণ সুন্দরভাবে খেলাচ্ছলে বেসিক জিনিসগুলো বাচ্চাদের শেখানোর একটা দারুন প্লাটফর্ম । আমার দুই ছেলেই তাদের আড়াই বছর বয়েসের মধ্যে সবরকম shapes, size, colours, patterns, days of the week, names of months, planets, flowers, fruits… then alphabet, basic words, numbers (counting and basic calculations) – এগুলো সব জেনে গেছিলো, এবং পুরোটাই খেলাচ্ছলে – বড়ছেলে তো একদম আড়াই হওয়ারও আগে এগুলো বলতে পারতো – so much so, যে রাস্তাঘাটে stop sign-এ গাড়ি থামলেই উত্তেজিত হয়ে বলতো, “look mommy, it’s an octagon.” 🙂

Pre-school level-এর বাচ্চাদের জন্য Starfall খুব ভালো option… আর kindergarten শুরু করার পর, একগাদা ওয়েবসাইট আছে (example: ixl.com) যেগুলোতে খুব সুন্দরভাবে, মজা করে খেলাচ্ছলে সবকিছু শেখানো হয় বাচ্চাদের। শেষে একটাই কথা বলবো: ওই বয়সী বাচ্চাদের প্রকৃতির সঙ্গে সম্পর্ক তৈরী হওয়াটা খুব জরুরি। তাই যদি বাড়ির কাছে এমন কোনো বাগান, পার্ক, বা এই জাতীয় অন্য কোনো জায়গা থাকে, সেখানে নিয়ে গিয়ে নানারকম গাছপালা ফুল ফল পাখি চেনাও, কাদা-মাটি জল এগুলো ঘাঁটতে দাও। আর যদি শহুরে কংক্রিটের জঙ্গলে তোমাদের বাসস্থান হয়, তাহলে YouTube-এ যতটা পারো নেচার রিলেটেড ভিডিও দেখাও (National Geographic channel is great for that – তাছাড়া আরো অনেক কিছু আছে)। আর একটা জিনিস MUST, MUST, MUST – সেটা হচ্ছে রোজ রাতে বাচ্চার ঘুমোতে যাওয়ার সময় বয়সোপযোগী কোনো গল্পের বই থেকে গল্প পড়ে শোনানো – মানে ওটা শুনতে শুনতেই বাচ্চা ঘুমোবে। এর উপকারটা যে কী এবং কতখানি – সেটা পরে বুঝবে।

P.S.: Mobile device-এর চেয়ে desktop computer নানা কারণে better বাচ্চাদের জন্য। আর যদি সেই option না থাকে, তাহলে অতি অবশ্যই বাচ্চাকে সেগুলো দেওয়ার আগে একটা glare-proof screen cover কিনে লাগিয়ে নিও তোমাদের mobile বা tablet-এর ওপরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More To Explore

পেরেন্টিং ও শিশুশিক্ষা

ছিংঋমাচের ম্যলাইখাররি

আমার মা এখন কানাডায় আমার বাড়িতে আছেন। ক’দিন আগে মায়ের হাতের রান্না খাওয়ার লোভে খানিকটা বাগদা চিংড়ি কিনেছিলাম। আজ মা চিংড়িমাছের মালাইকারি বানিয়েছেন। আমিও বাড়িতে